ভোট ডাকাতির চেষ্টা হলে হাত কেটে দেয়া হবে: রব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯

আগামীতে ভোট ডাকাতির চেষ্টা হলে ভোট ডাকাতদের হাত কেটে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব।

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা মহানগর নাট্যমঞ্চে জেএসডির কেন্দ্রীয় কাউন্সিলে সভাপতির বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আ স ম রব বলেন, ডাকাতদের হাত থেকে জনগণকে উদ্ধারের জন্য আগামীকাল দুপুর ২টায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ হবে জাতীয় ঐক্যফ্রন্টের

বর্তমান সরকারকে ‘চোর ও ভোট ডাকাত’ আখ্যা দিয়ে তিনি বলেন, ভোট ডাকাতি করে সরকার জনগণের অধিকার হরণ করেছে। আগামী দিনে ভোট ডাকাতির চেষ্টা করলে ডাকাতদের হাত কেটে ফেলা হবে।

rab

জাতীয় সরকার গঠনের দাবি জানিয়ে আ স ম রব আরও বলেন, আজকের এই অনুষ্ঠানে ডাকসুর ভিপি নুরুল হক নুরের আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। এই সরকারের কারণে। জনগণ এখন জাতীয় সরকার চায়। জাতীয় সরকার গঠন করতে হবে, গণতন্ত্র হত্যাকারী সরকারকে ক্ষমা করা হবে না।

সভায় অন্যদের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড . আব্দুল মঈন খান, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট মোহসীন রশিদ, বিকল্পধারা বাংলাদেশের (একাংশের) সভাপতি নুরুল আমীন বেপারী, মহাসচিব শাহ আহমেদ বাদল, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জেএসডির যুগ্ম-সম্পাদক শহীদউদ্দীন মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

কেএইচ/এইচএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।