আমি একজন ইঞ্জিনিয়ার, ঢাকাকে বাসযোগ্য করব : ইশরাক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯

ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইশরাক হোসেন।

তিনি বলেছেন, ‘এমন একটা সময় আমরা নির্বাচনে অংশ নিয়েছি, যখন দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমাদের দেশ নেত্রীকে একটি মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে বন্দি রাখা হয়েছে। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি ঢাকাকে একটি বাসযোগ্য রাজধানী হিসেবে তৈরি করব।’

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে অনুসারীদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব হলো- সঠিক এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বর্তমান ইসি নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে, এটি হচ্ছে একটি আজ্ঞাবহ নির্বাচন কমিশন। তারা সরকারের ইশারা ছাড়া কিছুই করে না।’

ইশরাক বলেন, ‘এ নির্বাচন কমিশনারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। গত ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে তামাশা হয়েছে। আগের রাতেই ব্যালট বাক্সে ভরে রাখা হয়েছে। জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমি এ নির্বাচন কমিশনারের কাছ থেকে বেশি কিছু আশা করি না। এখনো অনেক সময় আছে আমি আশা করব- তাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে তারা তা ঠিক মতো পালন করবে।’

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাবিথ আউয়াল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের কেন্দ্রীয় নেতা সাইফুল আলম নীরব, ঢাকা উত্তর যুবদল নেতা এসএম জাহাঙ্গীর আকন্দসহ বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেএইচ/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।