হাসপাতালে আহত নুরকে দেখে এলেন সোহেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯

হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

রোববার দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে হামলার শিকার হন ভিপি নুর। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়েন। হামলায় অন্তত ৩২ জন আহত হন।

সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত নুরসহ আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত বাকিদের চিকিৎসা শেষে ঢামেক থেকে ছেড়ে দেয়া হয়েছে

শায়রুল কবির খান জানিয়েছেন, আহত নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী-খান সোহেল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সোহেল নুরসহ আহত ছাত্রনেতাদের পাশে গিয়ে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।

এসময় তার সাথে ছিলেন ড্যাব নেতা ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

এছাড়া কৃষক দল নেতা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, গোলাম সরোয়ার সরকার, মুক্তার আকন্দ রুবেল, ফিউচার অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত আজিজ ডাকসু ভিপি আহত নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকরাও হামলার নিন্দা জানিয়েছেন।

কেএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।