ভর্তুকি পাবে টিনজাত আনারস, বেবিকর্ন ও ঘৃতকুমারী


প্রকাশিত: ০৩:১১ পিএম, ০১ অক্টোবর ২০১৫

রফতানি ভর্তুকি পাবে টিনজাত আনারস, বেবিকর্ন ও ঘৃতকুমারী। কৃষিজাত পণ্য ও প্রক্রিয়াজাতকরণ পণ্যের তালিকায় এসব পণ্য যুক্ত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়, কৃষিজাত পণ্য হিসেবে শাক-সবজি ও প্রক্রিয়াজাতকরণ কৃষিপণ্য হিসেবে টিনজাত আনারস, টিনজাত বেবিকর্ন ও টিনজাত ঘৃতকুমারী ভর্তুকি খাতের আওতায় আসবে।
 
প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে কৃষিজাত পণ্য ও প্রক্রিয়াজাতকরণ কৃষিজাত পণ্যের রফতানিতে ভর্তুকি দিয়ে আসছে সরকার।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।