ফজলে হাসান আবেদের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯

সমাজ উন্নয়নে আন্তর্জাতিক পথিকৃত, আন্তর্জাতিক ব্যক্তিত্ব স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে এ শোক জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা বলেন, ফজলে হাসান আবেদ গ্রামীণ উন্নয়নে, বিশেষ করে নারীদের উন্নয়ন, দরিদ্র মানুষের উন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন মানুষ তা মনে রাখবে। এনজিওর নামে যে ব্যবস্থা আমাদের কাছে পরিচিত তার বাইরে তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন সে কারণে দেশের এবং বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

উল্লেখ্য, স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এফএইচএস/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।