বাগেরহাটে নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নিখোঁজ হবার ১৩ ঘণ্টা পর মংলা কোস্টগার্ড ঘাঁটির পশুর নদীর তীরে মরদেহ মিললো বাগেরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক পৌর কমিশনার চিত্ত দামের। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মংলা কোস্টগার্ড অফিস সংলগ্ন পশুর নদী থেকে তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
এদিকে নিহত ব্যবসায়ী ও সাবেক পৌর কমিশনার চিত্ত দামের মরদেহ বৃহস্পতিবার বিকেলে মংলা থেকে বাগেরহাট শহরের নাগেরবাজারে তার নিজ বাড়িতে পৌঁছালে এক শোকবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহতের স্বজনরা তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে আসতে থাকে। পরে তার মরদেহ সর্বজনের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নাগেরবাজার সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে বিকেল ৫টা পর্যন্ত রাখা হয়। এদিন সন্ধ্যা ৬টায় বাগেরহাট মুনিগঞ্জ মহা শ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
বুধবার মংলা দ্বিগরাজ নৌ-ঘাঁটিতে আটক ভারতীয় ট্রলারের মাছ নিলামে কিনতে গিয়ে রাত সাড়ে ৯টায় পল্টুন থেকে নদীতে পড়ে যান বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার এ ব্যবসায়ী। এসময় তার ছোট ছেলে তুষার দাম বাবাকে বাঁচাতে খরস্রোতা পশুর নদীতে লাফিয়ে পড়েও তাকে রক্ষা করতে পারেননি।
ওই রাতেই নিখোঁজ চিত্ত দামের সন্ধানে নৌবাহিনীর ডুুবুরি দল দ্বিগরাজ পল্টুন এলাকায় সন্ধান চালায়। বৃহস্পতিবার সকালে আবারও ট্রলার ও নৌকা নিয়ে ওই ব্যবসায়ীর সন্ধান পেতে পশুর নদীতে অভিযান চালানো হয়। এ অবস্থায় মংলা নৌঘাটির অদূরে কোস্টগার্ড ঘাট এলাকার তার মরদেহ ভাসতে দেখা যায়।
মংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড ঘাটের পশুর নদী এলাকায় বাগেরহাট শহরের বিশিষ্ট ব্যবসায়ী চিত্ত দামের মরদেহ ভাসতে দেখা যায়। পরে তার তা উদ্ধার করা হয়।
শওকত আলী বাবু/এমজেড/পিআর