আ.লীগের কমিটিতে নতুন মুখ শাজাহান ও চুমকি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯

২১তম সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের ঘোষিত আংশিক কমিটিতে দুটি পদে নতুন মুখ এসেছে। শনিবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচিত সভাপতি শেখ হাসিনা এরপর আংশিক কমিটির নাম ঘোষণা করেন।

ঘোষিত কমিটি পর্যালোচনা করে দেখা গেছে, কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য পদে নতুন মুখ হিসেবে এসেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং মহিলাবিষয়ক সম্পাদক পদে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

শ্রমিক নেতা শাজাহান খান একসময় জাসদের রাজনীতি করতেন। ১৯৯১ সালের দিকে আওয়ামী লীগে যোগ দেন।

গাজীপুরের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির বাবা ছিলেন শহীদ ময়েজউদ্দিন। ময়েজউদ্দিন ১৯৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন।

এইউএ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।