মুন্সীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৬ অক্টোবর ২০১৪

জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাঘাইয়াকান্দি গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুইজন হলেন- মো. বাবু (২৭) ও দিলবার হোসেন (৪৮)। গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মী মো. বাবু (২৭) কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় একটি প্রাইভেট কারে আগুন দেয়াসহ স্থানীয় বাজারের ৪-৫ টি দোকানঘরে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান জানান, সোমবার বিকেল ৪টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইমামপুর ইউপির প্রাক্তন চেয়ারম্যান আব্দুস সাত্তার ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী বাবু মিয়াজীর লোকজনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। বাবু বাঘাইয়াকান্দি গ্রামের রব মিয়াজীর ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।