ঈদের দ্বিতীয় দিনও কোরবানি


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

ঈদের পরদিনও দেশ জুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের কোরবানির পশু জবাই অব্যাহত রয়েছে। বিধান মতে রোববার পর্যন্ত কোরবানির পশু জবাই করা যাবে। তাই বিভিন্ন কারণে যারা ঈদের দিনে জবাই করতে পারেননি তারা ঈদ পরবর্তী শনি ও রোববার আল্লাহর সন্তুষ্টি পেতে জবাই দিচ্ছেন কোরবানির পশু।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, ঈদের দিনের তুলনায় কম হলেও কোরবানির পশু জবাই চলছে। তবে ঈদের দিন নয় বলে আনন্দের কমতি ছিল না। গরু জবাইয়ের সাথে চলছে ঈদ আনন্দ ভাগাভাগি ।

রাজধানীর কাফরুল এলাকার বাসিন্দা শাহ আলম। ১৪ বছর ধরে থাকেন দক্ষিণ কোরিয়ায়। কোম্পানি ছুটি দিয়েছেন শনিবার থেকে। মালয়েশিয়ান এয়ারলাইন্সে শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছান। নিজের উপার্জনের টাকায় দেয়া কোরবানি তাই চোখের সামনে করবেন। আর এই কারণে তার স্ত্রী ঈদের দিনের পরিবর্তে পরবর্তী দিন শনিবার বেচে নিয়েছেন তাদের কোরবানির পশুটি জবাইয়ের জন্যে।

আবার কেউ কেউ কসাই সংকটের কারণে ঈদের দিন বাদ দিয়ে সিডিউল বানিয়ে রেখেছেন।

এ বিষয়ে জানতে চাইলে উত্তর কাফরুল জামে মসজিদের ইমাম মওলানা আব্দুর রহমান চিশতি জাগো নিউজকে বলেন, কোরবানি ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। ওয়াজিব বা নফল নয়। এটি ফরজ। তাই ঈদুল অাজহার নামাজ আদায়ের পর যত দ্রুত সম্ভব  ফরজ কাজটি সম্পন্ন করা উচিত।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।