শেখ হাসিনা হিটলারকে হারিয়ে দিয়েছেন : সোহেল
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেছেন, স্বৈরাচারিতে হিটলার-মুসোলিনিকে হারিয়ে এক নম্বরে অবস্থান করছেন শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তরিকুল ইসলাম স্মৃতি সংসদ আয়োজিত 'তরিকুল ইসলাম : জীবন ও সংগ্রাম' শীর্ষক স্মরণসভায় তিনি এমন কথা বলেন।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে সোহেল বলেন, মাঝে মাঝে ভাবি এত অত্যাচার, নির্যাতন করছেন, ইনি যে বিশ্বে স্বৈরাচারদের কততম হবেন? কারণ আমরা হিটলারের নাম শুনেছি কিন্তু তার নির্যাতন দেখিনি। মুসোলিনির নাম শুনেছি কিন্তু তার স্বৈরশাসন দেখিনি। কিন্তু শেখ হাসিনার স্বৈরশাসন আমরা দেখছি। ভাবছি এর চেয়ে বেশি স্বৈরাচারী আর কে হতে পারে?
তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো স্বৈরাশাসক যখন এ দেশের প্রধানমন্ত্রী, তখন তরিকুল ইসলাম, সাদেক হোসেন খোকার মতো মানুষ আমাদের মাঝে নাই। এ সময়ে তাদের খুব প্রয়োজন ছিল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তরিকুল ইসলামের স্ত্রী যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম প্রমুখ বক্তব্য দেন।
কেএইচ/এনএফ/জেআইএম