ঈদকে ঘিরে রাজনৈতিক কর্মসূচিতে খরা


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৫

ঈদকে ঘিরে এবার রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে খরা গেলো। তাই এবার ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বিশেষ কোনো আনুষ্ঠানিকতায় দেখা যায়নি। শুক্রবার দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। কিন্তু দেশের দুটি প্রধান রাজনৈতিক দলের দুই শীর্ষ নেতারা এবার ঈদ করছেন বিদেশে। ফলে দল দুটির পক্ষ থেকে ঈদুল আজহায় তেমন কোনো কর্মসূচিও নেই। সেই সঙ্গে দেশের বাইরে রয়েছেন সরকারের দেড় ডজন মন্ত্রিও।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। আর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। চলতি মাসের ১৫ তারিখ চোখের চিকিৎসার জন্য লন্ডনের যান বেগম জিয়া ।

প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে নিউইয়র্কে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আর খালেদা জিয়া বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সদস্য এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও সন্তানদের সঙ্গে যুক্তরাজ্যে ঈদ করেছেন।

দুই নেত্রী দেশের বাইরে থাকায় আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে প্রতি বছর ঈদের দিন যেসব কর্মসূচি নেওয়া হতো এবার তা পালন হলো না।

প্রতিবছর মতো এবার ঈদের দিন প্রধানমন্ত্রীর গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছার অনুষ্ঠান ছিলো না। তবে মুক্তিযোদ্ধা টাওয়ারে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফল ও খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

আওয়ামী লীগের শুধু দলীয় সভানেত্রী যে দেশের বাইরে তাই নয় দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে লন্ডনে অবস্থান করছেন। দলের প্রধান দুই ব্যক্তি না থাকায় দলীয় কর্মসূচিতেও ভাটা পড়েছে। একই ভাবে দেড় ডজন মন্ত্রি প্রতিমন্ত্রী দেশের বাইরে থাকায় রাজনৈতিক অনুষ্ঠানে খরা চলছে।

বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে দেশে কোনো কর্মসূচি নেই। সাধারণত ঈদে বিএনপি চেয়ারপারসন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সর্বস্তরের মানুষ ও কুটনীতিকদের সঙ্গে ঈদ করেন। এবার সেটিও হচ্ছে না।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।