ছাত্রদলের বিবাহিত পদপ্রত্যাশীদের অনশন ভাঙালেন ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৩ নভেম্বর ২০১৯

সংগঠনের কেন্দ্রীয় এবং ইউনিট কমিটিতে পদবঞ্চিত হওয়ার আশঙ্কায় ছাত্রদলের যেসব বিবাহিতরা অনশন করছিলেন তাদের অনশন ভাঙালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গিয়ে পানি করিয়ে ছাত্র নেতাদের অনশন ভাঙান তিনি।

অনশনকারীদের অন্যতম গত কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান জাগো নিউজকে বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের আশ্বাস দিয়ে অনশন ভঙ্গ করিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাহিদুর রহমান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল আহম্মেদকে পানি পানের মাধ্যমে আমাদের অনশন ভাঙান মহাসচিব।’

আরাফাত বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের বলেছেন, তোমরা অনশন ভঙ্গ করো, তোমাদের দাবি নিয়ে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আবারও কথা বলব। আমরা মহাসচিবের কথায় আশ্বস্ত হয়েছি।’

গত বুধ এবং বৃহস্পতিবার দুইদিন বেলা সাড়ে এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত অনশন করেন ছাত্রদলের বিবাহিত পদপ্রত্যাশীরা। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান ক্যান্সার আক্রান্ত সাদেক হোসেন খোকার জন্য দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে খোকার প্রতি সম্মান জানিয়ে ছাত্রদলের বিবাহিত নেতারা তাদের কর্মসূচি স্থগিত করেন। এর পরের দিন শনিবার সন্ধ্যা থেকে আবারও অনশনে বসেন তারা। আজ রোববার তাদের অনশন ভাঙানো হলো।

এদিকে অনশনকারীদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে স্যালাইন দেয়া হয়েছে।

কেএইচ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।