বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০২ নভেম্বর ২০১৯

চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

শনিবার বিকেল সোয়া ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্কাইপি ভিডিওতে যুক্ত থেকে সভায় সভাপতিত্ব করছেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি, ছাত্রদলের বিদ্যমান সমস্যাসহ যুবদল স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি, তার মুক্তির জন্য আইনগত দিক, আন্দোলনের গতি প্রকৃতি ছাড়াও সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কেএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।