রংপুরে মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনে ব্যবসায়ীদের হামলা
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল বাতিলের দাবিতে রংপুরে আন্দোলনকারীদের ওপর হামলা করেছে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। এসময় আন্দোলনকারীদের শিবির হিসেবে সন্দেহ করে একজনকে পুলিশ ভ্যানে উঠনো হয়। পরে অভিভাবকদের চাপের মুখে তাকে ছেড়ে দেয় পুলিশ।
এ ঘটনার পর পরই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মেডিকেল ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১টার দিকে প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়। এসময় পুলিশ রাস্তা থেকে সরে যেতে বললে তারা প্রেসক্লাবের বারান্দায় উঠেন। হঠাৎ তাদের উপর হামলা চালায় মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন ও ফারহান বুক ডিপোর মালিক আতিকুল ইসলাম আতিকের নেতৃত্বে ব্যবসায়ীরা। এতে সাইমুন ও হবি নামে দুই শিক্ষার্থী আহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী মোখলেছুর রহমান, মাসুম, কথা, তিশা প্রমুখ।
এদিকে, ব্যবসায়ী নেতা মিলন অভিযোগ অস্বীকার করে জানান, শিক্ষার্থীরা সকাল থেকে সড়ক অবরোধ করলে প্রেসক্লাব ভবনের নীচে বিভিন্ন দোকানদাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন। কারণ তীব্র যানজটের কারণে তাদের ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এজন্য আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জিতু কবীর/ এমএএস/পিআর