মেডিকেল ভর্তি পরীক্ষা পুনরায় গ্রহণের দাবি ছাত্রদলের
ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দাবি করে এ ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, অন্যায় আর অবিচারের প্রতিবাদ করতে করতে দেশের মানুষ এখন ক্লান্ত। আর এই অবৈধ সরকারের আমলে জনগণের মধ্যে সবচেয়ে বেশি রোষানলে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা।
সরকারি বিশ্ববিদ্যালয়ে শুধু বিরোধী ছাত্র সংগঠন করার কারণে ক্যাম্পাসের হলে থেকে ছাত্রদের পড়াশোনা করতে দেয়া হচ্ছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ফেলে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে।
তারা আরো বলেন, দেশের সব ক্ষেত্রে লুটপাট চালিয়ে এই অবৈধ সরকারের নজর এখন কোমলমতি শিক্ষার্থীদের উপর। পিএসসি থেকে সম্মানের ভর্তি পরীক্ষা, প্রতিটি স্তরের প্রশ্নপত্র এখন সরকার দলীয় লোকজনের দ্রুত উপায়ে টাকা কামানোর হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আর সরকার প্রত্যক্ষভাবে তাতে মদদ দিচ্ছে। এর উৎকৃষ্ট প্রমাণ, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যম আর সুশীল সমাজের লোকজন প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে একশত ভাগ নিশ্চিত হলেও সরকার তাতে কর্ণপাত করছে না। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যেহেতু তারা এই অপকর্মের সাথে সরাসরি জড়িত। তাই নিজেদের লোকজনকে বাঁচাতে সরকার বিতর্কিত একটি ভর্তি পরীক্ষাকে জায়েজ করার চেষ্টায় লিপ্ত আছে।
ছাত্রদলের নেতারা অবিলম্বে ফাঁসকৃত প্রশ্নপত্রে হওয়া পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে আবার নতুন করে পরীক্ষা নেয়ার আহ্বান জানান।
এমএম/একে/আরআইপি