ছাত্রদলের কাউন্সিল নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান খোকনের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ছাত্রদলের কাউন্সিল নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির ষষ্ঠ জাতীয় কাউন্সিল পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে আমার তথাকথিত স্বাক্ষর সম্বলিত যে প্রেস রিলিজ প্রচারিত হয়েছে তার সঙ্গে আমার আদৌ কোনো সম্পর্ক নেই।’

খোকন বলেন, ‘আমিসহ ১০ নেতৃবৃন্দের ওপর দায়িত্ব পালন না করতে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকায় আমরা আদালতের প্রতি সম্মান জানিয়েছি। ভবিষ্যৎ কাউন্সিল সম্পর্কে ছাত্রদলের কাউন্সিলররাই তাদের করণীয় নির্ধারণ করবেন।’

তিনি বলেন, এমতাবস্থায় ষড়যন্ত্রকারী মহলের কোনো অপপ্রচারে যেন কেউ বিভ্রান্ত না হন।

কেএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।