কাউন্সিল স্থগিতাদেশের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ অব্যাহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ছাত্রদল নেতারা বিক্ষোভ মিছিল করেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে মো. ফরিদ উদ্দিন খান, ওলি আব্বাসী, মোস্তাহিদ খান, মোন্তাসির হাসান সোহাগ, আরিফ খান সজীব, আহমুদুল্লাহ চঞ্চল প্রমুখ অংশ নেন।

কাউন্সিলে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য বিক্ষোভকারীরা সরকারকে দায়ী করেন। একই ইস্যুতে গতকাল শুক্রবারও ছাত্রদল নেতারা নয়াপল্টনে বিক্ষোভ দেখাযন।

কেএইচ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।