প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুবলীগের জনসভা শনিবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের উদ্যোগে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সকাল ৯টায় জনসভাটি শুরু হওয়ার কথা রয়েছে।

jagonews24

জানা গেছে, গত কয়েক দিন ধরে এ জনসভার আয়োজন চলছে। ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটের পশ্চিম দিকে বিশাল আকারের প্যান্ডেল তৈরি করা হয়েছে। বিরূপ আবহাওয়ার কথা চিন্তা করে বৃষ্টি প্রতিরোধক ত্রিপল টানানো হয়েছে।

শুক্রবার সরেজমিনে দেখা গেছে, জনসভার প্যান্ডেল প্রায় প্রস্তুত। মূল মঞ্চের অদূরে মাইক লাগানো হচ্ছে।

jagonews24

উপস্থিত একজন যুবলীগের নেতা জানান, আগামীকাল (শনিবার) সকালে যুবলীগ নেতাকর্মীদের ঢল নামবে সোহরাওয়ার্দী উদ্যানে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জনসভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচি সফল করতে গত কয়েকদিন ধরে নেতাকর্মীদের ব্যস্ত সময় কাটছে বলেও মন্তব্য করেন তিনি।

এমইউ/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।