কাউন্সিলে নিষেধাজ্ঞার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯

জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। আদালতের এমন আদেশের জন্য সরকারকে দায়ী করেছেন ছাত্রদল নেতারা।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের সভাপতি প্রার্থী ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্বাস আলীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়।

আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল। এর ওপর বৃহস্পতিবার অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত জাহান বিথি এ আদেশ দেন।

ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আজ মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল স্থগিত কেন? প্রশাসন জবাব দে, ভোট ডাকাতির সরকার জবাব দে’।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে শফিকুল ইসলাম শফিক, রতন, রুবেল, মো. মাহমুদুল হাসান সবুজ, তুহিন সরকার, মো. রোজ, আল আমীন, মশিউর রহমান মহান, মতিউর, আরিফ সরকার, মো. ওয়াকিল, মো. লুইস, সৌরভ, শাকিল, এমরান প্রমুখ অংশ নেন।

কেএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।