নাটোরে বাস দুর্ঘটনা : তদন্ত কমিটির প্রতিবেদন হস্তান্তর


প্রকাশিত: ০৪:৪১ এএম, ২৩ অক্টোবর ২০১৪

নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি নির্ধারিত সময়ের একদিন আগেই প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার রাতে কমিটির প্রধান নাটোরের অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ আলী তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

কমিটির অপর দুজন হলেন- সহকারী পুলিশ সুপার (সার্কেল) এবং বিআরটিএর সহকারী পরিচালক।

তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হননি জেলা প্রশাসক মশিউর রহমান। তিনি বলেন, প্রশাসনিক শৃঙ্খলার কারণে এই মুহূর্তে তদন্ত প্রতিবেদনের বিষয়ে কিছু বলতে পারব না। এ প্রতিবেদন ঢাকায় পাঠানো হবে। মাননীয় মন্ত্রী পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করতে পারেন।

তবে প্রতিবেদনটি দেখেছেন- প্রশাসনের এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুর্ঘটনার জন্য ওভার টেকিংকে দায়ী করা হয়েছে।

গত সোমবার নাটোরের বড়াইগ্রামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ৩৪ জন।  ওই বাস দুর্ঘটনার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশে তিন সদস্যের এ কমিটি গঠন করে প্রতিবেদন জমা দিতে বৃহস্পতিবার পর্যন্ত সময় দেয় নাটোর জেলা প্রশাসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।