উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ ১ ও ২ অক্টোবর


প্রকাশিত: ১২:৪৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে আগামী ১ ও ২ অক্টোবর উপ-নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

গণভবনে অনুষ্ঠিত এ সভা শেষে দলের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, আগ্রহী প্রার্থীরা আগামী ১ ও ২ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৫ হাজার টাকা দিয়ে দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

ড. গোলাপ বলেন, ৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে একই কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ৬ অক্টোবর সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করবে।

নির্বাচন কমিশন আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র পেশের শেষ তারিখ হচ্ছে ১১ অক্টোবর, যাচাই-বাছাই ১৩ অক্টোবর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ২১ অক্টোবর।

গত ১ সেপ্টেম্বর বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগের পর আসনটি শূন্য হয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।