প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের জুয়েল হাওলাদার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ৩১ আগস্ট ২০১৯

ছাত্রদলের প্রার্থী হওয়ার জন্য যে কয়জন আপিল করেছেন তার মধ্যে সাধারণ সম্পাদক প্রার্থী জুয়েল হাওলাদারের প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ২০১৯ আপিল কমিটির পক্ষে শামসুজ্জামান দুদু ও ড. মো. আসাদুজ্জামান রিপন শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল ২০১৯ এ-যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে সংগঠনের শর্তাবলী পূরণে ব্যর্থ হয়েছেন, যাচাই-বাছাই কমিটি তাদের বাদ দিয়েছেন।

পরবর্তীতে আপিল কমিটির কাছে যারা আবেদন করেছিলেন, সেখানেও তাদের আপিল মঞ্জুর না হওয়ায় এবং আপিল কমিটির কাছে পরবর্তীতে রিভিউ আবেদন করেছিলেন-আপিল কমিটির কাছে একজন প্রার্থী ব্যতিরেকে সবার রিভিউ আবেদন পর্যালোচনায় তা গ্রহণযোগ্য হয়নি।

তবে সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল হাওলাদার এর রিভিউ আবেদন মঞ্জুর হওয়ায় তার প্রার্থী হতে কোনো বাধা নেই।

কেএইচ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।