প্লটের আবেদন প্রত্যাহার চেয়েছেন রুমিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৭ আগস্ট ২০১৯

তথ্য গোপন করে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা যে আবেদন করেছিলেন তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি প্লটের আবেদন প্রত্যাহার চেয়ে আজ আবারও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বরাবর আবেদন করেছেন।’

তিনি আরও বলেন, ‘রুমিন ফারহানা তৃণমূল নেতাকর্মীদের প্রতি সম্মান জানিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির একজন কর্মী হিসেবে এটাকে আমি সাধুবাদ জানাই।’

‘প্লট আবেদন প্রত্যাহার’ শীর্ষক ওই আবেদনে রুমিন ফারহানা লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাণ তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে গত ৩ আগস্ট, ২০১৯ তারিখ সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলের প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, ঢাকায় রুমিন ফারহানার প্লট, ফ্ল্যাট নেই এমন মিথ্যা তথ্য দিয়ে তিনি আবেদন করেন। তার এই আবেদন প্রকাশ্যে হলে দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কেউ কেউ মন্তব্য করেন, ‘গণতন্ত্রের মা কারাগারে, আর সন্তান অট্টলিকা খোঁজে।’ আবার কেউ বলেন, ‘রুমিন হয়ত শিগগিরই বিয়েশাদি করবেন তাই প্লটের জন্য আবেদন করেছেন।’

কেএইচ/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।