প্রধানমন্ত্রীকে লাল কার্ড দেখাতে চান নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৫ আগস্ট ২০১৯
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘বিএনপিকে যারা অনুসরণ করে তারা একত্রিত হচ্ছে। আমরা দেশের জনগণ রাজনীতির মাঠ থেকে এই প্রধানমন্ত্রীকে লাল কার্ড দেখিয়ে বিতাড়িত করব।’

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে। বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

নজরুল বলেন, ‘যখন বেগম খালেদা জিয়াকে আটক করা হলো তখন প্রধানমন্ত্রীকে লাল কার্ড দেখিয়ে দেয়া উচিত ছিল, কিন্তু বিচারব্যবস্থা, আইনিব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর কারণে সেটা হয়নি।’

তিনি বলেন, ‘তবে লড়াই চলছে, লড়াই চলবে। দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস আওয়ামী লীগের আর গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস বিএনপির, শহীদ জিয়াউর রহমানের আর খালেদা জিয়ার।’

নজরুল বলেন, ‘আমরা সবাই জানি, লড়াইয়ে জয় পরাজয় আল্লাহ তায়ালা কর্তৃক নির্ধারিত হয়। তবে আমরা জয় তখনই পাবো, যখন আন্দোলন করতে পারবো।’

দলের সাবেক মহাসচিব প্রয়াত আব্দুস সালাম তালুকদারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে নজরুল বলেন, বিএনপি যখন বিপদে ছিল তখন এই ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার তার হাল ধরেছিলেন। বেগম খালেদা জিয়া যখন জেলে গিয়েছিলেন তখন তিনি দায়িত্ব নিয়ে দলকে পরিচালনা করেছেন, তখন তার পায়ের কাছে অনেকেই বসে থাকতেন যারা পরবর্তীতে মন্ত্রী হয়েছেন। কিন্তু এখন তারা এখানে নেই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহামুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।