প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পোস্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৩ আগস্ট ২০১৯

দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইটি পোস্টার প্রকাশ করেছে বিএনপি।

দুই পোস্টারে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান, দলটির বর্তমান চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রয়েছে।

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ভাবনায় এই পোস্টার দুটি ছাপা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

পোস্টারের একটিতে জিয়াউর রহমানের ছবি বড় রাখা হয়েছে সেটিতে খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ছোট রাখা হয়েছে। অন্য পোস্টারে খালেদা জিয়ার ছবি বড় করা হয়েছে তাতে জিয়াউর রহমান এবং তারেক রহমানের ছবি ছোট রাখা হয়েছে।

জিয়াউর রহমানের বড় সম্বলিত পোস্টারে দলীয় পতাকাও রয়েছে । আর সেখানে লেখা হয়েছে-‘১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হউক।’

আরও লেখা রয়েছে, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির অঙ্গীকারে হবো দৃপ্ত, ফিরিয়ে আনবোই বঞ্চিত মানুষের মুক্ত গণতন্ত্র।’

খালেদা জিয়ার বড় সম্বলিত পোস্টারে এসব লেখা হয়েছে। এছাড়াও সেখানে লেখা রয়েছে- ‘প্রতি হিংসার বিচারে বন্দি, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।’

প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে বিএনপি। এ উপলক্ষে ইতিমধ্যেই দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কেএইচ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।