ছয় বিভাগে জাতীয় পার্টির সাংগঠনিক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২০ আগস্ট ২০১৯

ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার এক সাংগঠনিক আদেশে তিনি ওই ছয় বিভাগে সাংগঠনিক কমিটি গঠন করেছেন। দলটির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কমিটি বিভাগের অন্তর্গত সকল জেলা সফর করে জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক কিংবা আলাপ-আলোচনার ভিত্তিতে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল, বেগবান ও নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখবে। কমিটির কার্যাভার গ্রহণের এক মাসের মধ্যে উল্লেখিত সাংগঠনিক কার্যাদি সম্পন্ন করবে।

ঢাকা বিভাগের সাংগঠনিক কমিটির আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। সদস্য সচিব- আলমগীর সিকদার লোটন, সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল।

রাজশাহী বিভাগের আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য অ্যাড. শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব- আব্দুর রশিদ সরকার, সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী , ভাইস চেয়ারম্যান- আহসান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব- এস এম ইয়াসির।

বরিশাল বিভাগের আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সদস্য সচিব- এমরান হোসেন মিয়া, সদস্য- নাসরিন জাহান রতনা, ভাইস চেয়ারম্যান- অধ্যাপক মহাসিনুল ইসলাম হাবুল, সাংগঠনিক সম্পাদক- ফখরুল আহসান শাহজাদা।

রংপুর বিভাগের আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু, সদস্য সচিব- মো. আজম খান, সদস্য- মোস্তাফিজার রহমান মোস্তফা, এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য পনির উদ্দিন আহমেদ।

খুলনা বিভাগের আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সদস্য সচিব- সুনীল শুভ রায়, সদস্য- সৈয়দ দিদার বখ্ত, উপদেষ্টা- হাসান সিরাজ সুজা, যুগ্ম মহাসচিব- মনিরুল ইসলাম মিলন।

সিলেট বিভাগের আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য মেজর জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব- কাজী মামুনুর রশীদ, সদস্য- এ টি ইউ তাজ রহমান, যুগ্ম মহাসচিব- হাসিবুল ইসলাম জয়, নির্বাহী সদস্য- পীর ফজলুর রহমান মেজবাহ।

এইউএ/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।