ছাত্রদলের কাণ্ডারি হতে চান ১১০ জন, আছেন ৩ ছাত্রীও

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৮ আগস্ট ২০১৯

পুনঃতফসিল অনুযায়ী বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর (শনিবার)। ছাত্রদলের এ কাউন্সিলকে সামনে রেখে দুদিনে (শনি ও রোববার) মনোনয়নপত্রের ফরম বিক্রি হয়েছে ১১০টি। এর মধ্যে ৪৩ জন সভাপতি এবং ৬৭ জন সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়পত্রের ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়পত্র ফরমের দাম নির্ধারণ করা ছিল ১০০ টাকা। সভাপতি পদে কোনো নারী প্রার্থী না থাকলেও সাধারণ সম্পাদক হতে তিনজন নারী প্রার্থী মনোনয়নপত্র ফরম কিনেছেন। তারা হলেন- বদরুন্নেসা কলেজের নাদিয়া পাঠান পাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনসুরা আলম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডালিয়া রহমান।

১৪ সেপ্টেম্বর (শনিবার) বিএনপির ছাত্র সংগঠনটির শীর্ষ দুই নেতা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সারাদেশে ছাত্রদলের ১১৭টি সাংগঠনিক ইউনিটের ৫৮০ জন কাউন্সিলর ভোট দেবেন।

ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী জাগো নিউজকে বলেন, আমরা যে প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অধিক মনোনয়নপত্র ফরম বিক্রি হয়েছে। আমরা যত ফরম ছেপেছিলাম, দ্বিতীয় দিন (রোববার) দুপুরের দিকে তা শেষ হয়। পরে আবার ফরম ছাপিয়ে বিক্রি করা হয়েছে।

southeast

তিনি বলেন, তারুণ্যের অহংকার আমাদের অভিভাবক তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত ছাত্রদলের নতুন ধারার গণতান্ত্রিক নির্বাচনে সংগঠনের সব পর্যায়ে যে ব্যাপক সাড়া পড়েছে, তার প্রমাণ হচ্ছে আজকে এত পরিমাণ মনোনয়নপত্র ফরম বিক্রি।

সাত্তার পাটোয়ারী জানান, মনোনয়নপত্র ফরম জমা দেয়া যাবে ১৯ ও ২০ আগস্ট। এরপর ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত চলবে বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে ৩১ আগস্ট এবং প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২ সেপ্টেম্বর। প্রার্থীরা প্রচার চালাতে পারবে ৩ থেকে ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত।

ছাত্রদলের পদপ্রত্যাশী যারা

সভাপতি পদপ্রার্থী : মো. মামুন খান, আমিনুল হাকিম মুন্সি, খলিলুর রহমান, আসাদুল আলম টিপু, আবু জাহান চৌধুরী হিমেল, এম আর আরজ আলী শান্ত, আল আমিন কাউসার, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, রিয়াজ মো. তানভীর রেজা, মো. ফজলুল হক নিরব, মো. আব্বাস আলী, তানভীর আহমদ খান ইকরাম, জসিম মোল্লা, মো. এরশাদ খান, মো. এহসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মো. জুয়েল মৃধা, মাসুদ রানা, মাহমুদুল হাসান বাপ্পী, হাফিজুর রহমান, এবিএম মাহমুদুল আলম সরদার, সোলায়মান হোসাইন, মো. সুরুজ মন্ডল, মো. ইলিয়াছ।

মো. আজিম উদ্দিন মেরাজ, আশরাফুল আলম ফকির লিংকন, ফজলুর রহমান খোকন, মাইনুল ইসলাম, মো. আবদুল মাজেদ, বিশ্বজিৎ ভদ্র, আল মেহেদি তালুকদার, সাজিদ হাসান বাবু, সিহাবুর রহমান, এস এম আল আমীন, আবদুল হান্নান, মো. আলী হাওলাদার, এসএম আমিনুল ইসলাম, শামীম হোসেন, মো. আল আমিন, আরাফাত বিল্লাহ খান, নজরুল ইসলাম নাহিদ ও জসিম উদ্দিন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী : সাইদ মাহমুদ জুয়েল, মো. আলাউদ্দিন খান, এম এ কাইয়ুম, মশিউর রহমান রনি, এমদাদুল হক মজুমদার, মানসুরা আলম, মো. হামিদ সাজ্জাদ হোসেন, মো. নাঈম হোসাইন, সিরাজুল ইসলাম, মো. হাসান তানজিল হাসান, শেখ আবু তাহের, মো. তাবিবুর রহমান, এম সাখাওয়াত হোসাইন, ডালিয়া রহমান, মিজানুর রহমান সজীব, আজমীর হোসেন, আমিনুর রহমান আমিন, শাহনেওয়াজ, মুন্সি আনিসুর রহমান, আবদুল মোমেন মিয়া, নাজমুল হক হাবিব, আনিসুর রহমান সুমন, এবিএম জহিরউদ্দিন সোহেল, এন রাকীব জুয়েল, মিজানুর রহমান শরীফ, ওমর ফারুক হিমেল, রিয়াদ, মো. ইকবাল হোসেইন, একরামুল হাই নাঈম, ওমর ফারুক শাকিল চৌধুরী, আবদুল মান্নান, জামিল হোসেন, ইকবাল হোসাইন শ্যামল।

মো. আবুল হাসান চৌধুরী, এ এ এম ইয়াহিয়া, নুরুল ইমরান মজমুদার শিশু, মো. মহিন উদ্দিন রাজু, রাকীবুল ইসলাম রাকিব, আরিফুল হক, আজিজুল হক সোহেল, রাশেদ ইকবাল খান, মো. জোবাইর আল মাহমুদ রিজভী, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা, মাজেদুল ইসলাম রুম্মন, মাহমুদুল আলম শাহিন, মো. ইউসুফ কামাল জনি, বাবুল আখতার শান্ত, মো. মিজানুর রহমান, নাদিয়া পাঠান পাবন, জাকিরুল ইসলাম জাকির, আশিকুর রহমান সুমন, মো. জহিরুল ইসলাম দিপু, মো. আল মামুন, মো. সাইদুর রহমান সোহেল, মাহতাব উদ্দিন জিমি, জুলহাস উদ্দিন, আতাউর রহমান, কেএমএস মুসাব্বির, কাজী মাজহারুল ইসলাম, মোহাম্মদ আবুল বাশার, আশরাফুল আলম ফকীর লিংকন, আসাদুজ্জামান, সাদেকুর রহমান সাদিক, আশরাফুল আলম, দেলোয়ার হোসেন, সুলায়মান হোসাইন।

কেএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।