শোক দিবসের আলোচনা সভা করবেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৮ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করবেন সরকারিবোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরামের প্রধান ড. কামাল হোসেন। ২৪ আগস্ট (শনিবার) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ আগস্ট) মতিঝিলে নিজ কার্যালয়ে গণফোরামের সভাপতি পরিষদের এক সভায় ড. কামাল হোসেন এ তথ্য জানান। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণফোরামের ২৫তম বর্ষপূর্তি এবং মিরপুর ৭ নম্বরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নিয়ে আলোচনা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের রূপনগর ঝিলপাড়া একই এলাকায় পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানান ড. কামাল।

এছাড়া ২৯ আগস্ট গণফোরামের ২৫তম বর্ষপূতি উপলক্ষে দেশে সকল জেলা উপজেলা ও থানায় আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনের আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় মহানগর নাট্যমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে বলেও জানানো হয়।

সভায় গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য মোকাব্বির খান, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মেজর জেনারেল (অব.) আ ম সা আ আমিন, অ্যাডভোকেট মহসিন রশীদ, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, অ্যাডভোকেট আ ও ম শফিক উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) আমিন আহমেদ আফসারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এআর/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।