প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১ এএম, ১৮ আগস্ট ২০১৯

৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১৭ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানিয়েছেন।

কর্মসূচির মধ্যে রয়েছে-

১. ১৯ আগস্ট ভোর ৬টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

২. এ দিন বেলা সাড়ে ১১টায় দলের নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩. প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ। র‌্যালি, ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শন।

৪. সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা ও মহানগরীসহ সব ইউনিট এবং উক্ত ইউনিটগুলোর অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে ১৯ আগস্ট ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকায় পোস্টার প্রকাশ, র‌্যালি, ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শনসহ স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কেএইচ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।