আগস্ট শুধু শোকের নয়, ষড়যন্ত্রেরও মাস : মির্জা আজম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১১ আগস্ট ২০১৯

সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, আগস্ট শুধু শোকের মাস না, ষড়যন্ত্রেরও মাস। ১৫ আগস্ট ষড়যন্ত্রকারীরা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেই থেমে যায়নি। এ মাসে দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, এ আগস্টেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। আগস্ট মাস আসলেই আমরা আতঙ্কিত থাকি, ষড়যন্ত্রকারীরা নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কি না।

রোববার (১১ আগস্ট) জামালপুরে দলের হতদরিদ্র নেতাকর্মীদের মাঝে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

jamalpur-pic-01.jpg

মির্জা আজম বলেন, শেখ হাসিনা এমন একজন মমতাময়ী নেত্রী, যিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষকে ভালোবাসেন, জনগণের কথা চিন্তা করেন। আবার দলের সভানেত্রী হিসেবে নেতাকর্মীদের ভালোবাসেন, খোঁজ-খবর নেন, সুখে-দুঃখে পাশে দাঁড়ান।

জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার জাহান, আওয়ামী লীগ নেতা সৈয়দ আতিকুর রহমান ছানা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

আসমাউল আসিফ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।