খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৬ আগস্ট ২০১৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করেছে ছাত্রদল।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আমিনুর রহমান আমিনের নেতৃত্বে মিছিলটি কাঁটাবন হয়ে সায়েন্স ল্যাবরেটরিতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রদল নেতা আমিনুর রহমান বলেন, অত্যাচার, নির্যাতন চালিয়ে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না। রক্ত দিয়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করা হবে। খালেদা জিয়া মানেই গণতন্ত্র। গণতন্ত্রের মুক্তির জন্য, তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক বিএম আলমগীর কবির, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আক্তারুজ্জামান আক্তার, সরকারি তিতুমীর কলেজের সহ-সভাপতি মো. বুলবুল হোসাইন, সরকারি আলিয়া মাদরাসার সাবেক সভাপতি রোকনুজ্জামান প্রমুখ।

কেএইচ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।