শুধু মুখেই তাদের কথা, দেয়ার সময় কিছুই না : সুরঞ্জিত


প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেক্যুলার সরকারের সময়ও বর্তমানে মন্ত্রিসভায় একজন সংখ্যালঘু প্রতিনিধি নাই। শুধু মুখেই তাদের কথা বলছেন। দেয়ার সময় কিছুই দেবেন না, তাহলে সেক্যুলার গণতন্ত্র কীভাবে হবে। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কুখ্যাত শত্রু (অর্পিত) সম্পত্তি আইনের ৫০ বছর : জনগণের দুর্দশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, এএলআরডি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সম্মিলিত সামাজিক আন্দোলন, নিজেরা করি, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রতিরোধ আন্দোলন, আইন ও সালিশ কেন্দ্র, এইচডিআরসি, ব্ল্যাস্ট যৌথভাবে এই সভার আয়োজন করে।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ভ্যাট-বিরোধী আন্দোলনকারীরা যেখানে সমস্যার সমাধান করছেন, অর্পিত সম্পত্তি আইনের সমস্যা সমাধানেও ধর্মীয় সংখ্যালঘুদের তার (প্রধানমন্ত্রীর) কাছে যেতে হবে। তিনি বলেন, একমাত্র প্রধানমন্ত্রী চাইলেই সম্ভব। ডিসি সম্মেলন করে প্রধানমন্ত্রী যদি বলেন এই সমস্যার সমাধান করতে হবে তাহলে বিদ্যমান এ সমস্যার সমাধান হবে।

অর্পিত সম্পত্তি নিয়ে দীর্ঘ ৫০ বছরের সৃষ্ট সমস্যার সমাধান কে করবে এমন প্রশ্ন করে সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সমস্যা সমাধানেও ধর্মীয় সংখ্যালঘুদের তার কাছে (প্রধানমন্ত্রী) যেতে হবে।

আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির এই সদস্য বলেন, ১৯৫০ সাল থেকে হিন্দুদের নিঃস্বকরণ প্রক্রিয়া শুরু হয়। নিঃস্বকরণ প্রক্রিয়ায় এ দেশে ৩৭ শতাংশ থেকে এখন ৯ শতাংশে নেমে এসেছে। আমাদের ভাবতে হবে এই ৯ থেকে কি আমরা শূন্যে যাবো নাকি এই ৯ শতাংশকেই ধরে রাখবো? এই ৯ শতাংশকে ধরে রাখাই এখন চ্যালেঞ্জ। পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘুদের সংখ্যা বেড়েছে। আর আমার দেশে দিন দিন কমে যাচ্ছে। এর সঙ্গে সংখ্যালঘুদের ক্ষমতায়ন ও প্রতিনিধিত্বশীলের প্রশ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেক্যুলার গভর্নমেন্টের সময়ও বর্তমানে মন্ত্রিসভায় একজন সংখ্যালঘু প্রতিনিধি নাই। শুধু মুখেই তাদের কথা বলছেন। দেয়ার সময় কিছুই দেবেন না। তাহলে সেক্যুলার গণতন্ত্র কীভাবে হবে?

প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে এবং নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবিরের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি কাজী এবাদুল হক, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান খান প্রমুখ।

এফএইচ/এসআইএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।