নকল স্ট্যাম্পসহ যুবক আটক


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় নকল রেভিনিউ স্ট্যাম্পসহ তফাজ্জল হোসেন শ্রাবণ (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের পীড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শ্রাবণ নবীনগর উপজেলার গোয়ালীপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে।

সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, শহরের পীড়বাড়ি এলাকায় নকল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০টি নকল রেভিনিউ স্ট্যাম্পসহ তোফাজ্জল হোসেন শ্রাবণকে আটক করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।