মানুষের কাছে আমরা দায়বদ্ধ : সোহেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৫ আগস্ট ২০১৯

সরকার ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, জনগণের এ দুর্দশায় বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারে না। কারণ, মানুষের কাছে আমরা দায়বদ্ধ।

সোমবার (৫ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সাহায্যার্থে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সোহেল বলেন, আমরা দেখিনি কোনো মন্ত্রী হাসপাতালের রোগীদের দেখতে গিয়েছেন। এমন দৃশ্য আমাদের খুব একটা চোখে পড়ছে না। জনগণের ভোটে নির্বাচিত না হলে এ রকম হয়। জনগণের দুঃখ দুর্দশায় তাদের কিছুই যায় আসে না। জনগণের এ দুর্দশায় বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারে না। তাই সারা দেশে বিএনপি নেতাকর্মীরা ডেঙ্গু আক্রান্তদের পাশে যেমন ছুটে যাচ্ছেন একইভাবে বন্যা কবলিত মানুষের পাশেও ছুটে যাচ্ছে।

ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের ‘নির্বিকার’ ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সরকার ডেঙ্গু আক্রান্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে না। তারা এডিস মশা নিধন করতে পারছে না। কিন্তু বিএনপি নিধনে কোনো ব্যর্থতা আমরা লক্ষ্য করছি না। সরকার বিএনপি নিধনে ব্যস্ত হলেও এডিস মশা নিধন করতে পারছে না।

সোহেল বলেন, ঢাকার ক্লিনিকগুলোতে কোনো জায়গা নেই। রোগী দিয়ে ভরে গেছে। ঢাকা মহানগরীর প্রত্যেকটি ক্লিনিক, হাসপাতাল কোথাও রোগী নিয়ে গেলে ভর্তি হওয়ার সুযোগ নেই। ডেঙ্গু শুধু ঢাকা মহানগরীতে নয়, সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, এ অবস্থায় সরকারের স্বাস্থ্যমন্ত্রী একবার বিদেশ চলে গেলেন, পরে জনরোষের মুখে আবার দেশে ফিরে আসলেন। ঢাকার মেয়ররা প্রথমে বলেছেন গুজব, আবার কখনও কখনও দেখছি নায়িকাদের নিয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছেন। অথচ অসহায়ভাবে রোগীরা হাসপাতালের ফ্লোরে অবস্থান করছেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর নেতা এস এম জিলানী প্রমুখ বক্তব্য রাখেন।

কেএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।