ঈদের আগেই খালেদার মুক্তি চান খন্দকার মাহবুব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৫ আগস্ট ২০১৯
ফাইল ছবি

ঈদুল আজহার আগেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সোমবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

গণতন্ত্র খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন কেন্দ্রীয় কমিটির এ কর্মসূচি অংশ নিয়ে মাহবুব বলেন, ‘মিথ্যে মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। তার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে ঈদের পূর্বেই তাকে মুক্তি দেয়ার দাবি জানাই।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্রের মুক্তি -এ কথা আমরা বারবার বলে আসছি। আইনের সাধারণ প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে মুক্তি করা যাবে না। সুতরাং রাজপথকে উত্তপ্ত করতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হাজার হাজার বিএনপি নেতাকে মামলা দিয়ে আটকে রেখেছে, তারা রাস্তায় নামতে পারছে না। এর জন্য আমরা কিছু করতে পারছি না।’

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আজকে সারা বাংলাদেশে একটা মহাদুর্যোগ চলছে। উত্তরবঙ্গে বন্যা আর সারাদেশের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। সত্যিকার অর্থে বাংলাদেশের এ ক্রান্তিলগ্নে কোথায় কী ঘটছে আমরা জানি না। আমাদের দুঃখ হয়, লজ্জা হয়, দেশে যখন মহাদুর্যোগ চলছে দেশের প্রধানমন্ত্রী মানুষের পাশে না থেকে আছেন বিদেশে।’

তিনি আরও বলেন, সরকার পতনে জনগণ প্রস্তুত, নেতৃবৃন্দকে প্রস্তুতি নিতে হবে। রাজপথে আন্দোলন ছাড়া জনগণের মুক্তি আসবে না। দেশনেত্রীর ওপর সরকার যে নির্দয় আচরণ করছে তার জবাব সময় মতো জনগণ দেবে।

সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট আবেদ রাজার সভাপতিত্বে মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজার সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও বিকল্প ধারার চেয়ারম্যান ড. নুরুল আমিন বেপারী, সাবেক বিচারপতি আ. সালাম মামুন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

কেএইচ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।