ভ্যাট প্রত্যাহারে ছাত্রলীগের সন্তোষ


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের বরাত দিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাসী। দেশের যেকোন শান্তিপূর্ণ সুশৃঙ্খল আন্দোলনে ছাত্রলীগের সমর্থন রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের টিউশন ফিতে যে ভ্যাট নির্ধারিত হয়েছে তার প্রতিবাদে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আমরা তাদের সুশৃঙ্খল আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ভ্যাট প্রত্যাহারের আবেদন জানিয়েছি। প্রধানমন্ত্রী আমাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এদিকে ভ্যাট প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান।

তিনি জাগো নিউজকে বলেন, ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে। এ ধারাবাহিকতায় আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করতে সরকারকে আহ্বান জানাই। সোমবার দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীকে আমাদের অবস্থান স্পষ্ট করি। শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উদ্যোগকে স্বাগত জানাই।

এর আগে সোমবার সকাল পৌনে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় ছাত্রলীগ।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো তিনি শিক্ষার্থীদের ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন এবং এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন। সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী শিক্ষানুরাগী। আশা করি তিনি শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করবেন।

উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

এমএইচ/এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।