বকেয়া বেতনের দাবিতে না.গঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে শ্রমিকদের বিক্ষোভ


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বর্ণালী গার্মেন্টের শ্রমিকেরা। এক পর্যায়ে নারী-পুরুষ শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে শুয়ে পড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাস্তা তাদের দখলে নিয়ে নেয়। এতে করে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।   

রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের নারায়ণগঞ্জ সদর থানার চর সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, চর সৈয়দপুর এলাকার বর্ণালী গার্মেন্টের মালিকপক্ষ ঈদ আসলেই নানা অজুহাতে শ্রমিকদের চাকরিচ্যুত করে। এতে তাদের বিরুদ্ধে কোনো শ্রমিক প্রতিবাদ করতে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। প্রতি মাসে ১৫ তারিখ পার হলেও বেতন না দেয়ায় বাসা ভাড়া ও দোকানের বাকি টাকা দিতে পারি না। এতে করে মালিক মালিক ও দোকানদারদের কাছ থেকে কথা শোনতে হয়। রোববার ১৩ তারিখ হলেও বেতনের টাকা চাইতে গেলে নানা ধরনের হুমকি দেয় মালিকের লোকজন।

শ্রমিকরা আরো জানান, শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতে গেলে মালিকের ভাড়াটিয়া লোক দিয়ে নানাভাবে হয়রানিসহ চাকরিচ্যুত করার হুমকি দেয়। পরে বাধ্য হয়ে মালিকদের মনগড়া সিদ্ধান্ত মেনে নিয়ে চাকরি করতে হচ্ছে। কিন্তু রোববার বেতন ও ঈদ বোনাসের দাবিতে সন্ধ্যা ৬টায় পোশাক কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছে।        
 
শ্রমিকদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মদ জাগো নিউজকে জানান, বর্ণালী পোশাক কারখানার শ্রমিকদের অভিযোগ তাদের গত মাসের বেতন ও ঈদ বোনাস প্রদান নিয়ে মালিক পক্ষ তালবাহনা করছে। এ অভিযোগে শতাধিক শ্রমিক রোববার সন্ধ্যা ৬টা হতে রাত পৌনে ৮টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

পরে মালিকপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের বেতন বোনাস দেয়া আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকেরা।

শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।