‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নিয়ে যা বললেন রেহমান সোবহান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৭ জুলাই ২০১৯

ওয়ান বেল্ট ওয়ান রোডের মধ্য দিয়ে পৃথিবীতে একটি নয়া বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

শনিবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘দ্যা বেল্ট রোড ইনিশিয়েটিভ অ্যান্ড দ্য নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক ওয়ার্ডার’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশসমূহকে এর সঙ্গে যুক্ত হতে হবে। এটা তাদের এবং এশিয়ার স্বার্থেই করতে হবে।

রেহমান সোবহান বলেন, পৃথিবীর অর্থনৈতিক ভরকেন্দ্র এখন এশিয়ায় এবং চীন তার নেতৃত্ব দিচ্ছে।

তিনি বলেন, চীন তার উদ্বৃত্ত অর্থ তৃতীয় বিশ্বের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগ করতে আগ্রহী। যারা এ কথা বলেন যে, চীনের এ বিনিয়োগ ঋণের ফাঁদ তৈরি করছে এবং সেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার উদাহরণ দেয়, তাদের বলা প্রয়োজন, চীনের বিনিয়োগের বহু আগেই পাকিস্তান তাদের সাত লাখ সৈন্য পালতেই এ ঋণের ফাঁদে পড়েছিল।

প্রশ্নোত্তরে রেহমান সোবহান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার যে বৈষম্য সৃষ্টি করছে তার কথা তিনি আগেই বলেছিলেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এনাম আহমেদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মইনুল ইসলাম, দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রমুখ।

এইউএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।