নাশকতার দুই মামলায় এম কে আনোয়ারের জামিন


প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে আনোয়ারের পক্ষে শুনানি করেন- সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অপর দিকে জামিনের বিরোধিতা করে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।

কুমিল্লার চৌদ্দগ্রামে গত জানুয়ারিতে হরতাল অবরোধের সময় গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগ এনে দুটি মামলায় আসামি করে বিএনপির এ সিনিয়র নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় জামিন চেয়ে গত ৩০ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন এম কে আনোয়ার।

এম কে আনোয়ারের আইনজীবী বলেন, শারীরিক অসুস্থতা, বয়সের ভার ও মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার বিষয়গুলো আদালত আমলে নিয়ে তাকে জামিন দিয়েছেন।

বর্তমানে এম কে আনোয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। তার বিরুদ্ধে আওয়ামী সরকারের দুই আমলে ২০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১২টি মামলা দায়ের করা হয় চলতি বছরে নাশকতা ও গাড়ি পোড়ানোর অভিযোগ এনে।

এর মধ্যে তাকে এক মামলায় অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া ১৮ মামলায় জামিনে আছেন  তিনি। বাকী দুই মামলায় জামিন পেলেই কারাগার থেকে মুক্তি পাবেন এমকে আনোয়ার।

এফএইচ/এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।