মৎস্যজীবী দলের ৫২টি নতুন আহ্বায়ক কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩২ এএম, ২৬ জুলাই ২০১৯

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৫২টি জেলা/মহানগরের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মৎস্যজীবী দলের আহ্বায়ক আলহাজ রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুর রহিম কমিটিগুলো অনুমোদন করেন।

আব্দুর রহিম এ তথ্য জানিয়েছেন। নতুন অনুমোদন পাওয়া মৎস্যজীবী দলের ৫২টি জেলা/মহানগর আহ্বায়ক কমিটি হলো-

(১) পঞ্চগড় জেলা (২) ঠাকুরগাঁও জেলা (৩) দিনাজপুর জেলা (৪) নীলফামারী জেলা (৫) লালমনিরহাট জেলা (৬) রংপুর মহানগর (৭) রংপুর জেলা (৮) কুড়িগ্রাম জেলা (৯) গাইবান্ধা জেলা (১০) জয়পুরহাট জেলা (১১) বগুড়া জেলা (১২) চাঁপাইনবাবগঞ্জ জেলা (১৩) নওগাঁ জেলা (১৪) রাজশাহী জেলা (১৫) রাজশাহী মহানগর (১৬) নাটোর জেলা (১৭) সিরাজগঞ্জ জেলা (১৮) পাবনা জেলা (১৯) মেহেরপুর জেলা (২০) চুয়াডাঙ্গা জেলা (২১) ঝিনাইদহ জেলা (২২) মাগুরা জেলা (২৩) নড়াইল জেলা (২৪) বাগেরহাট জেলা (২৫) খুলনা জেলা (২৬) সাতক্ষীরা জেলা (২৭) বরগুনা জেলা (২৮) পটুয়াখালী জেলা (২৯) ভোলা জেলা (৩০) বরিশাল জেলা (৩১) বরিশাল দক্ষিণ জেলা (৩২) বরিশাল উত্তর জেলা (৩৩) ঝালকাঠি জেলা (৩৪) পিরোজপুর জেলা (৩৫) জামালপুর জেলা (৩৬) শেরপুর জেলা (৩৭) ময়মনসিংহ দক্ষিণ জেলা (৩৮) ময়মনসিংহ মহানগর (৩৯) কিশোরগঞ্জ জেলা (৪০) মানিকগঞ্জ জেলা (৪১) নরসিংদী জেলা (৪২) নারায়ণগঞ্জ জেলা (৪৩) নারায়ণগঞ্জ মহানগর (৪৪) মাদারীপুর জেলা (৪৫) সুনামগঞ্জ জেলা (৪৬) মৌলভীবাজার জেলা (৪৭) হবিগঞ্জ জেলা (৪৮) ফেনী জেলা (৪৯) নোয়াখালী জেলা (৫০) চট্টগ্রাম উত্তর জেলা (৫১) চট্টগ্রাম মহানগর (৫২) কক্সবাজার জেলা।

কেএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।