বাবার দোয়ায় অঝোরে কাঁদলেন এরিক এরশাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৩ জুলাই ২০১৯

সদ্য প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে আয়োজিত দোয়ায় সুরা পাঠ করলেন তার ছেলে শাহতা জারাব এরিক এরশাদ। মঙ্গলবার রাজধানীর গুলশানে প্রেসিডেন্ট পার্কে বাদ আসর পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এরিক এরশাদের সুরা পাঠের মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। দোয়ার আগে জাতীয় পার্টির নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, এরশাদের ছোট ভাই জিএম কাদের বলেন, ওনার (এরশাদ) চারটি জানাজায় যে লোক সমাগম হয়েছে, তা অভূতপূর্ব। যেখানে যে জানাজা হয়েছে, সেখানকার লোক সেটাকে রেকর্ড বলেছেন। এটা ওনার ভালোবাসার বহির্প্রকাশ।

তিনি বলেন, শুধু দেশে নয়, বিদেশেও সম্মান পেয়েছেন। গরিব নয় বিত্তশালীরাও ওনার জন্য চোখের জল ফেলেছেন।

দোয়া মাহফিলে জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও প্রতিবেশীরা অংশ নেন। মোনাজাতে প্রায় পুরোটা সময় ধরে অঝোরে কাঁদেন এরিক এরশাদ।

সিনিয়র নেতাদের মধ্যে অংশ নেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, আব্দুস সাত্তার, শেখ সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, সালমা ইসলাম, মেজর (অব.) খালেদ আখতার, ফখর উজ জামান জাহাঙ্গীর, সৈয়দ দিদার বখত, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এইউএ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।