চেয়ারম্যান প্রশ্নে রওশনের বিবৃতি : গ্রহণযোগ্য নয় বলছেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৩ জুলাই ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব নেই।

মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের অফিসে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন তিনি।

হাতে লেখা রওশন এরশাদের বিবৃতির প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, বিবৃতিটি হাতে লেখা ও কাঁচা। এটা বিশ্বাস ও গ্রহণযোগ্য নয়। হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের পরিবারে পিতৃতুল্য ছিলেন, সেভাবেই বেগম রওশন এরশাদ আমাদের মায়ের মতো।

তিনি বলেন, পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। এখনও প্রয়াত পল্লীবন্ধুর নির্দেশনাতেই চেয়ারম্যান হিসেবে কাজ করছি।

‘জাতীয় পার্টির নেতৃবৃন্দ গঠনতন্ত্র অনুসরণ করেই চেয়ারম্যান ঘোষণা করেছেন। তারা যে নামেই সম্বোধন করবে তাতে কোনো সমস্যা নেই। জাতীয় পার্টিতে কাজ করাটাই আসল কথা’,- বলেন তিনি।

আরও পড়ুন>> চেয়ারম্যান নয়, ভারপ্রাপ্ত জিএম কাদের : রওশন

সোমবার রাতে জিএম কাদেরের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে বিবৃতি দেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদসহ জাপার জ্যেষ্ঠ নেতারা। বিবৃতিতে জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান নন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়।

সদ্য দায়িত্ব পাওয়া পার্টির চেয়ারম্যান বলেন, কোনো সমস্যা থাকলে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করব।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রদূত জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর অফিসে এসে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বলে জানান তিনি।

এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা শোকবার্তা পাঠিয়েছেন জানিয়ে তিনি নরেন্দ্র মোদির শোকবার্তার উদ্ধৃতি দিয়ে বলেন, ভারতের প্রধানমন্ত্রী পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করবে। বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, ভুটান, পাকিস্তান, চায়না এবং চায়নার কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন দেশ ও সংস্থা পল্লীবন্ধুর মৃত্যুতে শোক জানিয়েছে।

এর আগে বনানীর অফিসে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ত্রাণ ব্যবস্থাপনা পরিদর্শন করেন জিএম কাদের। আগামীকাল বুধবার দুপুরে জামালপুরের ইসলামপুরে বণ্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি।

এ সময় অফিসে উপস্থিত ছিলেন পার্টির উপদেষ্টা আশরাফ উদ-দৌলা, ভাইস চেয়ারম্যান দেওয়ান আলী, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, যুগ্ম দফতর সম্পাদক এম.এম. রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা ফারুক শেঠ।

এইউএ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।