সুবিধাবাদী নেতারাই বিএনপির ক্ষতি করছেন : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলের সুবিধাবাদী নেতারাই বিএনপির ক্ষতি করছেন। অন্য কেউ নয়। শনিবার সন্ধ্যায় রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়ার ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভায় আয়োজন করে দলটি।
গয়েশ্বর বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি দেওয়া হচ্ছে। আর এই কমিটিগুলো মূলত হচ্ছে পকেট কমিটি। বিএনপির সিনিয়র নেতারাই বেগম খালেদা জিয়াকে দিয়ে পকেট কমিটিগুলো দিচ্ছেন।
খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনে জনগণ যে রায় দেয় সেটা আদালতের রায়ের চেয়ে বড় রায়। তাই আদালতের রায়ে আমরা ভীতু না।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নেত্রীকে ফাঁকি দিবেন না এবং নেত্রীর সঙ্গে বেইমানিও করবেন না। যা বলতে চান সরাসরি বলুন। কিন্তু গোপনে কিছু করবেন না।
প্রধামন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার আশে পাশে অসংখ্যক সাপ লালন-পালন করেছেন। তাই আপনি সাবধান থাকবেন।
এসময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, বি্এনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, চেয়ারপারসেনর উপদেষ্টা শাসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা প্রমুখ।
এমএম/এএইচ/আরআইপি