সময় এসেছে রাজপথে প্রতিরোধ করার : দুদু


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

শুধু ঘরের ভেতর বসে শ্লোগান দিলে হবে না। রাজপথে প্রতিরোধ গড়ে তোলার সময় এখন এসেছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা শাসুজ্জামান দুদু। শনিবার বিকেলে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভায় আয়োজন করে বিএনপি।

খালেদা জিয়াকে রক্ষা করা না গেলে বিএনপি ও দেশের অস্তিত্ব থাকবে না মন্তব্য করে দুদু বলেন, আর কত দিন আমরা পালিয়ে বেড়াবো। কবে আমাদের ছাত্র, যুব ও শ্রমিক সমাজ জেগে উঠবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এর চেয়ে অপমানিত বিষয় আর কোন কিছু হতে পারে। কিন্তু এরপরও আমরা আন্দোলনে নিস্ক্রিয় ভূমিকা পালন করছি।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।