‘এরশাদের স্মরণে ভয় করি না মরণে’
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৪ জুলাই ২০১৯

‘এরশাদের স্মরণে ভয় করি না মরণে’ -এমন স্লোগান দিচ্ছেন জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা। রোববার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সামনে এ স্লোগান দেন তারা।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান সদ্য প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদকে উন্মুক্ত স্থানে দাফন করার দাবি জানান তারা। এর আগে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় তার গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।
জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেখার হাসান বলেন, পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে উন্মুক্ত স্থানে দাফন করতে হবে। যাতে সারাদেশের মানুষ তাকে সম্মান জানাতে পারেন।
বিজ্ঞাপন
এ সময় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. জামাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি শাহ ইমরান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আজ (১৪ জুলাই, রোববার) সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এইউএ/আরএস/এমএস