ইতিহাসে অমোচনীয় স্বাক্ষর রেখেছেন এরশাদ : বি. চৌধুরী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:০১ পিএম, ১৪ জুলাই ২০১৯

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এইচ এম এরশাদ বাংলাদেশের ইতিহাসে অমোচনীয় স্বাক্ষর রেখে গেছেন।

এরশাদের মৃত্যুতে বি. চৌধুরী রোববার (১৪ জুলাই) গণমাধ্যমে দেয়া এক শোক বাণীতে বলেন, উত্থান-পতন এবং সাফল্য-ব্যর্থতায় একটি বর্ণিল জীবনের অধিকারী জেনারেল এরশাদ প্রবল প্রতিরোধের মুখে একটি রাজনৈতিক সংগঠন ধরে রেখেছিলেন এবং বহু অনুসারী সৃষ্টি করেছেন। তিনি ইতিহাসের পাতায় অমোচনীয় স্বাক্ষর রেখে গেছেন।

শোক বাণীতে তিনি আরও বলেন, আমি জেনারেল এরশাদের আত্মীয়-পরিজন, বন্ধু-অনুসারীদের জন্য আমার আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। মহান রাব্বুল আল আমিন আমাদের সবাইকে ক্ষমা করুন।

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউ/এএইচ/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।