ঢাকায় এরশাদের ৩ জানাজা, দাফন সেনা কবরস্থানে
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১ এএম, ১৪ জুলাই ২০১৯
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদের জানাজা চার স্থানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
এরমধ্যে প্রথম জানাজাটি অনুষ্ঠিত হবে আজ (রোববার) বাদ জোহর আর্মি সেন্ট্রাল মসজিদে। জানাজা শেষে তার মরদেহ সিএমএইচ-এর হিমঘরে রাখা হবে।
আরও পড়ুন > এইচ এম এরশাদ আর নেই
এরপর আগামীকাল সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতির মরদেহ কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য রাখা হবে। এরপর বাদ আসর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ পুনরায় সিএমএইচ-এর হিমঘরে রাখা হবে।
আরও পড়ুন > স্বৈরশাসক থেকে পল্লীবন্ধু
মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে সাবেক রাষ্ট্রপতির মরদেহ রংপুরে নিয়ে যাওয়া হবে। সকাল সাড়ে ১০টায় রংপুর ঈদগাহ মাঠে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতির মরদেহ আবার হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে এসে বাদ জোহর সেনা কবরস্থানে দাফন করা হবে।
আজ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদের জন্য শোক বই খোলা থাকবে।
এইউএ/এনএফ/জেআইএম