শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১২ জুলাই ২০১৯

চলমান রাজনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে শনিবার বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

ওইদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চলতি মাসে বিভাগীয় পর্যায়ে জনসভা করার প্রস্তুতি, ছাত্রদলের চলমান সংকট নিরসন, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর ঐক্যফ্রন্ট ত্যাগ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি অলি আহমেদ এর জাতীয় মুক্তি মঞ্চ গঠন সার্বিক বিষয় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে।

কেএইচ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।