বিএনপির ২৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২ এএম, ০৯ জুলাই ২০১৯

বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ২৭ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক সোমবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে নিম্নবর্ণিত নেতাদের বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

নেতাদের নাম যথাক্রমে- আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক, চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপি; শামীমা আক্তার, সাবেক সদস্য-সরাইল উপজেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা; আব্দুল আলিম খান মনোয়ার, সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল, মানিকগঞ্জ; মো. নুরুজ্জামান লস্কর (তপু), সাবেক যুগ্ম সম্পাদক, সরাইল উপজেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা; খন্দকার লিয়াকত হোসেন, সাবেক সদস্য, ঘিওর উপজেলা বিএনপি, মানিকগঞ্জ জেলা; সেলিম পারভেজ, সাবেক যুগ্ম সম্পাদক।

এ ছাড়া আশুগঞ্জ উপজেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা; মো. ছাদেক হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি; মো. ফরহানুল হক, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, নীলফামারী জেলা; আলহাজ মো. ছাদরুল আমিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, নিয়ামতপুর উপজেলা বিএনপি, নওগাঁ জেলা; আনিসুল হক, সাবেক সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপি; মো. শাহজাহান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপি, কুষ্টিয়া জেলা; আনোয়ার আজিম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপি।

কুষ্টিয়া জেলা; মোছা. ইন্দোনেশিয়া, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপি, কুষ্টিয়া জেলা; মো. গোলাম রাব্বানী, সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য বিএনপি; ফেরদৌসী ইকবাল, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, সিলেট জেলা মহিলা দল; বেগম স্বপ্না শাহীন, সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা মহিলা দল; নুরুন্নাহার ইয়াসমিন, সাবেক আহ্বায়ক-বিশ্বনাথ উপজেলা মহিলা দল, সিলেট জেলা; নাজমা বেগম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা মহিলা দল; আশরাফ উদ্দিন রুবেল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রয়েছে।

আরও রয়েছে সিলেট মহানগর ছাত্রদল; আহমেদ নুর উদ্দিন, সাবেক সদস্য, সিলেট জেলা বিএনপি; মো. মিছবাহ উদ্দিন, বিএনপি নেতা-বিশ্বনাথ উপজেলা শাখা, সিলেট জেলা বিএনপি; শাহ আলম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক-গোয়াইনঘাট উপজেলা শাখা, সিলেট জেলা বিএনপি; লুৎফল হক খোকন, সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি; অ্যাড. মাওলানা রশিদ আহমেদ।

এ ছাড়া সাবেক উপদেষ্টা, সিলেট জেলা বিএনপি; অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, সাবেক সদস্য, সিলেট জেলা বিএনপি; জয়নাল আবেদিন, সাবেক সাংগঠনিক সম্পাদক, গোয়াইনঘাট উপজেলা বিএনপি, সিলেট; শহীদুল ইসলাম বাচ্চু, সাবেক সহ-সভাপতি, নাটোর জেলা বিএনপি এবং মাজহারুল ইসলাম ডালিম, সাবেক উপদেষ্টা, সিলেট জেলা বিএনপি।

কেএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।