বিএসএফ ফেরত দিল ৩ তরুণকে
সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ভারতে আটক তিন তরুণকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে এই তিন তরুণকে ফেরত দেয় বিএসএফ।
ফেরত আসা তরুণরা হলো, মাদারীপুরের রাজৈর সদর উপজেলার সুনিল গোলদারের ছেলে সুজন গোলদার (১৬), গোপালগঞ্জের কোটালীপাড়া সদর উপজেলার মলিন্দ্র বৈদ্যের ছেলে সঞ্জিত বৈদ্য (১৭) ও রবি বৈদ্যের ছেলে রতন বৈদ্য (১৬)।
ফেরত আসা সুজন গোলদার জাগো নিউজকে জানান, আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার সজল নামে এক দালালের মাধ্যমে তারা জন প্রতি চার হাজার টাকা দিয়ে বেনাপোলের পুটখালী সীমান্ত পথে বৃহস্পতিবার সকালে ভারতে প্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে সন্ধ্যায় আবার সীমান্ত পথে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়।
২৩ পুটখালী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, তাদেরকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দেখিয়ে রাত আটটার দিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ হাবিবুর রহমান জাগো নিউজকে জানান, আটক তরুণদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।
মো. জামাল হোসেন/এমজেড/এমএস